ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সাংস্কৃতিক ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
নেত্রকোনায় সাংস্কৃতিক ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমি সাংস্কৃতিক ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা মুহ. আব্দুল হান্নান খান পিপিএম কক্ষে দিনব্যাপী এই সম্মেলনে জেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও তাহমিনা সাত্তারকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার তাহমিনা সাত্তারের সঞ্চালনায় ও একাডেমির প্রতিষ্ঠাতা ইকবাল হাসান তপুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক ফোরামের বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে এ এম আতিকুর রহমান বাবুলকে সভাপতি ও জহিরুল ইসলাম খানকে সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করে নির্বাচকমণ্ডলী।

বাংলাদেশ সময়: ১৩১৬, নভেম্বর ২০, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।