ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুইশ’ বছরের পুরোনো মন্দির ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
মানিকগঞ্জে দুইশ’ বছরের পুরোনো মন্দির ভাঙচুর

মানিকগঞ্জ: জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর এলাকার প্রায় দুইশ’ বছরের পুরোনো বুড়ী মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ নভেম্বর) দুপুরের দিকে ওই মন্দির ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

জানা যায়, বুড়ী মন্দিরের ভেতর থাকা কালী ও পদ্মা দেবী মূর্তি রাস্তার পাশে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে গত চার দিন আগে একই এলাকায় জিতেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে রাধা কৃষ্ণ মন্দিরে চুরি হয় আর এতে করে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়:১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।