ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালের বারান্দা থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
হাসপাতালের বারান্দা থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা

শেরপুর: শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন।

রোববার (২০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

 মধু চক্রবর্তী নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে এবং শেরপুর জেলা শহরের গোপালবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন মধু চক্রবর্তী। পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি। এ নিয়ে রোববার রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে তার কথাকাটি হয়।  একপর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দেন মধু। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল করিব সুমন সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি রোগী হলেও তার স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।