ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
সূবর্ণচরে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক 

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছ চরজব্বার থানা পুলিশ।

রোববার (২০ নভেম্বর) ভোর রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের কলোনি রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলো, কক্সবাজার কুতুবপালং ৬ নম্বর ক্যাম্পের রবিউল আলমের ছেলে মো. রফিক (৩৮), ৭ নম্বর ক্যাম্পের মৃত আব্দুল শক্কুরের মেয়ে সেতারা বেগম (৫০) ও আব্দুল করিমের ছেলে নুর কবির (২৫)।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট সংলগ্ন কলোনির রাস্তার মাথায় কালা আজাদের বাড়িতে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালায় পুলিশ। ওই সময় ইবায়া বিক্রির নগদ ১৪ হাজার টাকা, ১৬৫০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এ সময় কালা আজাদকে বাড়িতে পাওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।