ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

পটুয়াখালী: কাতার ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাদ্য যন্ত্র ও মোটরসাইকেলসহ হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

এসময় অংশগ্রহণকারীরা বলেন, এবার তাদের পছন্দের দল ও খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী হবে।

এদিকে পটুয়াখালীতে বিগত দিনের সকল শোভাযাত্রাকে হার মানিয়ে অধিক সংখ্যক সমর্থকদের উপস্থিতি হয়েছে বলেও দাবি করেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।