ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দেড় ডজন মামলার আসামি সন্ত্রাসী রাজু প্রধান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
ফতুল্লায় দেড় ডজন মামলার আসামি সন্ত্রাসী রাজু প্রধান গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলার আসামি সন্ত্রাসী রাজু প্রধানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সন্ত্রাসী রাজু প্রধান ফতুল্লার পশ্চিম দেওভোগ নুর মসজিদ এলাকার রিয়াজ প্রধানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী রাজু প্রধান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা রয়েছে। তিনি এলাকার সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছেন। তার একটি বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে৷ রাজুর গ্রেফতারের বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।