ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

রোববার (২০ নভেম্বর) বিকেলে জেলার কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে সমাবেশ করে।

এ সময় বক্তারা ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ দলবাজ পুলিশ সদস্যরা নয়ন মিয়াকে গুলি করে হত্যা করে। তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের যথাযথ বিচার করতে হবে বলে দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদ আলম, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সহ সদর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ। সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক  এম এ হাসেম ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।