ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে ট্রাকচাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

নিহত মাসুদের শ্যালক সাইদ জানান, কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকচাপায় তিনি মারা যান। চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছিলেন তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বিকেলে কাঁচপুর ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিলেন মাসুদ। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।