ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাক চাপায় কনস্টেবল নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
খুলনায় ট্রাক চাপায় কনস্টেবল নিহত

খুলনা: খুলনায় ট্রাক চাপায় মুসাব্বির হোসেন ( ৩৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মিনাক্ষী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার ( ট্রাফিক) মনিরা সুলতানা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সহকারী  পুলিশ কমিশনারে (খালিশপুর) বডিগার্ড কনস্টেবল মোসাব্বির হোসেন দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। মারাত্মক আহত কনস্টেবল মোসাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।