ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে এখনও করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে এখনও করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি অতীতেও ষড়যন্ত্র করেছে এখনও করছে। এ ইতিহাস তো তাদের আছে।

তারা গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, জঙ্গিবাদ ও যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়েছিল তারা ফের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তিনি আরও বলেন, বিএনপির নেতারা বলেন আওয়ামী লীগ কিছুই করেনি আসলে তারা অন্ধ তাই দেখতে পায় না। ষড়যন্ত্রকারী বিএনপি মনে করে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে, তারা জানে না আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো তাকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। আমাদের সজাগ থাকবে হবে উন্নয়ন ধরে রাখতে হলে নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় রাখতে হবে।  

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল সালামসহ জেলা উপজেলাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।