ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ সার্ভার কক্ষে 'রহস্যজনক’ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
পাবনায় নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ সার্ভার কক্ষে 'রহস্যজনক’ চুরি গ্রিল কেটে কক্ষে ঢোকে চোর।

পাবনা: পাবনা সদর উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার কক্ষে চুরি ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে জানা গেছে।

নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা এমন কক্ষে চুরির ধরন নিয়ে রহস্য দেখা দিয়েছে।  

রোববার (২০ নভেম্বর) দুপুরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।  

এর আগে শনিবার (১৯ নভেম্বর) রাতের কোনো এক সময় ভবনের নিচতলায় অবস্থিত পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে এই চুরির ঘটনা ঘটে।  

মো. মাহবুবুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটি শেষে আজকে অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টের পাই। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শনিবার রাতে ভবনের পেছনের গ্রিল কেটে চোর কক্ষে প্রবেশ করে।  

তিনি আরও জানান, ইতোমধ্যে বিষয়টি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আলামত রক্ষায় কক্ষটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিট এসে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবেন। এরপর ঠিক কি কি খোয়া গেছে জানা যাবে।  

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি ল্যাপটপ, ক্যামেরা ও কিছু প্যাড চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।  

তবে চুরির ঘটনা নিয়ে বেশ রহস্য দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অত্যন্ত স্পর্শকাতর এই কক্ষে ভোটারদের তালিকা ও ডাটা সংরক্ষণ করে রাখা হয়। চলমান ভোটার তালিকা হালনাগাদের তথ্যগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই কক্ষে যে ল্যাপটপ আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ এই ল্যাপটপ দিয়ে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হতে হয়। তাই গুরুত্বপূর্ণ এই কক্ষে চুরি নিয়ে রহস্য দেখা দিয়েছে।

তবে  ‍চুরির ঘটনায় ধারণকৃত সিসিটিভি ক্যামেরা চোরের পায়ের ছাপ আলামত সংরক্ষণ করা হয়েছে। তদন্ত স্বার্থে এগুলো প্রকাশ করছে না দায়িত্বরতরা। তবে এতো নিরাপত্তা থাকার পরে সার্ভার কক্ষে চোরের প্রবেশ নিয়ে বেশ রহস্য দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।