ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষার ফল প্রকাশের আগেই আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
পরীক্ষার ফল প্রকাশের আগেই আত্মহত্যা প্রতীকী ছবি

মেহেরপুর : আর মাত্র ৭ দিন পরেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। ফলাফল পেয়ে ভাল কলেজে লেখাপড়া করার প্রত্যাশা ছিল।

কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে গেল লিজা আক্তার শান্তার। মায়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে সে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বিষ পানে আত্মহত্যা করেন এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী শান্তা।  সে গাংনী উপজেলার করমদী গ্রামের গোসাইডুবিপাড়া এলাকার বাহারাইন প্রবাসী জালাল উদ্দীনের মেয়ে ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, ঝগড়ার জের ধরে বেশ কিছু দিন ধরেই লিজাকে মারধর করেছিল তার মা সাজেদা খাতুন। মারধরের জেরে আজ বেলা ১১টার দিকে নিজ ঘরে বিষপান করে লিজা।

মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা,  ২১ নভেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।