ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন বাস

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরও একটি নতুন মিনিবাস।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান।

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ৩০ আসন বিশিষ্ট এ মিনিবাসটি প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হয়েছে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট গাড়ির সংখ্যা ২০টি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।