ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে আদালত প্রাঙ্গণে গাঁজা জ্বালিয়ে ধ্বংস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
পঞ্চগড়ে আদালত প্রাঙ্গণে গাঁজা জ্বালিয়ে ধ্বংস 

পঞ্চগড়: পঞ্চগড়ে আদালত প্রাঙ্গণে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের গাঁজা জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। গত ২৬ অক্টোবর এসব গাঁজা জব্দ করেছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় শাখা।

এদিন দুই মাদক ব্যবসায়ীকে আটক করে অধিদপ্তর।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে আগুন জ্বালিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মতিউর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সকে নিয়ে গত ২৬ অক্টোবর জেলা সদরের সোনারবান গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচলান করে। এসময় দুই বসত বাড়ি থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাজা জব্দ করা হয়। একই সাময় দুইজন গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে তাদের আরেক সহকর্মী পালিয়ে যায়। ঘটনার পর জব্দকৃত গাজাসহ আসামীদের থানায় নিয়ে তিন জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করে এসআই আবুল কালাম আজাদ। আরও জানা যায়, জব্দকৃত মাদকগুলোর (গাজা) বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

আসামীরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), পঞ্চগড় সদর উপজেলার সোনারবান গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে শফিকুল ইসলাম ওরফে রিপন (৫০)। পলাতক রয়েছে শফিকুল ইসলাম ওরফে রিপনের স্ত্রী আফরোজা আক্তার ববি (৪২)।

উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে আটক করা হয়। এসময় রিপনের স্ত্রী পালিয়ে যায়। মামলা দায়েরের পর আটক দুজনকে আদালতে তোলা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করে। একই সাথে পলাতক ববিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক বাংলানিউজকে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা হচ্ছে। আমরা পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করতে অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়:১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।