ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে মিনিট্রাক চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
বান্দরবানে মিনিট্রাক চাপায় শিশুর মৃত্যু

বান্দরবান: আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় একটি মিনিট্রাকের চাপায় তৃষামনি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে  ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত তৃষা তারাবুনিয়া এলাকার মো. জাহেদ ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, আলীকদমগামী বালুভর্তি একটি মিনিট্রাক তারাবুনিয়া এলাকা অতিক্রম করার পথে শিশুটিকে ধাক্কা দেয়। বাহনটির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তৃষার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই মিনিট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার। তিনি বলেন, মিনিট্রাক ও এর চালককে ধরতে আমাদের একটি টিম কাজ করছে। নিহতের ঘটনায় মামলা কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।