ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে ৬ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
প্রাইভেটকারে ৬ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাকডালার ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারা হলেন—মো. ফারুক হোসেন, মো. কাওছার হোসেন ও হৃদয় হাওলাদার।

তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার (রেজি. নং-ঢাকা মেট্রো গ ৩৫-৩৯৭৯) উদ্ধারের পরে সেগুলো জব্দ করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস।

তিনি জানান, গত রোববার মধ্য বাড্ডাস্থ ফ্যাসিলিটিজ টাওয়ারের সামনে একটি সাদা প্রাইভেটকারের গতি রোধ করে গাড়ির ব্যাকডালার ভেতর থেকে ৬ ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গাড়ির চালক ফারুক, কাওছার ও হদয়কে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।