ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর ভস্মীভূত

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার বিকালে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে স্থানীয় ইউসুফ আলী মাদবর, তৈয়ব আলী মাদবর ও অলীল মাদবরের ১৮টি ঘর পূড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা জাজিরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে পাঁচটি বসত ঘর, ছয়টি রান্নাঘর, পাঁচটি গরুর ঘর ও দুইটি পাটের গুদামসহ মোট ১৮টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এছাড়াও এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যক্তি ও দুইটি ছাগল আহত হয়েছে জানা যায়।

এ ব্যাপারে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।