ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় ৩৫০ প্রান্তিক কৃষক পেলেন কৃষি সরঞ্জাম-বীজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ছাগলনাইয়ায় ৩৫০ প্রান্তিক কৃষক পেলেন কৃষি সরঞ্জাম-বীজ

ফেনী: ‘এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মোতাবেক ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুর গ্রামে প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে কৃষি সরঞ্জাম ও বীজ দেওয়া হয়েছে।  

এতে সাহায্যের হাত বাড়িয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, শিল্পপতি মিজানুর রহমান মজুদার।

সোমবার (২০ নভেম্বর) উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে কৃষি সরঞ্জাম ও বীজ দেওয়াকালে উপস্থিত ছিলেন- ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার মো. সাফকাত রিয়াদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মামুন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।

সুলতান আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ৩৫০ জন কৃষকদের মধ্যে পাঁচটি শ্যালো মেশিন, ১০টি কীটনাশক স্প্রে যন্ত্রসহ প্রত্যেক কৃষককে বারি সরিষা-১৪ জাতের এক কেজি করে বীজ দেওয়া হয়।

মিজানুর রহমান মজুদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো পতিত জায়গা খালি রাখা যাবে না। তাই স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।