ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে দেশীয় অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
পানছড়িতে দেশীয় অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ মো. আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি এলজি পিস্তল ও দুই রাউন্ড (অব্যবহৃত) গুলিসহ আরিফকে আটক করে। পরে তাকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পানছড়ি থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।