ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি ছিনতাই: হঠাৎ শুনতে পাই ‘আসামি নিয়ে যায়’ 

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জঙ্গি ছিনতাই: হঠাৎ শুনতে পাই ‘আসামি নিয়ে যায়’ 

ঢাকা: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আহত হয়েছিলেন মূল ফটকের দারোয়ান মো. তারেক। তার চোখে-মুখে লেগে যায় পিপার স্প্রে।

 

সোমবার (২১ নভেম্বর) বিকেলে দারোয়ান মো. তারেক কথা বলেন বাংলানিউজের সঙ্গে। তিনি বলেন, রোববার দুপুর ১২টা সাড়ে ১২ টার দিকে গেটে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে  পেছন থেকে শুনতে পাই ‘আসামি নিয়ে যায়, আসামি নিয়ে যায়’। পিছন ফিরে তাকানোর  সঙ্গে সঙ্গেই আমার চোখে মারা হয় পিপার স্প্রে।  

তিনি বলেন, চোখে পিপার স্প্রে লাগার পরে আমি চিৎকার করে বলতে থাকি, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’। কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসে না। পরে কোর্টের দুইজন ড্রাইভার এসে একটি পানের দোকানে নিয়ে যান। পানের বালতির পানিতে আমার মাথা চুবানো হয়।

তারেক বলেন, এরপরও আমার চোখ জ্বলা কমছিল না। পরে একটি কলের (পানির ট্যাপ) কাছে নিয়ে আমার মাথায় ও মুখে পানি দেওয়া হয়। আমি প্রায় তিন ঘণ্টা পরে স্বাভাবিকভাবে দেখতে শুরু করি। এর আগে কিছুই দেখতে পারছিলাম না।  

রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।