ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল রংপুরের মিঠাপুকুর থানার নুরপুর এলাকার ইউনুস আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক পার হচ্ছিলেন বাইসাইকেল আরোহী। এ সময় জয়দেবপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যানটি বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী রবিউলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়। কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।