ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
গোপালগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে আর্জেন্টিনার সমর্থক কাজী অঞ্জনের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার কুরপালা কাজী বাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, বাদ্যযন্ত্রসহ জাতীয় পতাকা এবং আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি গায়ে আনন্দ উল্লাস করেন সমর্থকরা।

এ আয়োজনের উদ্যোক্তা কাজী অঞ্জন বলেন, ২০২২ বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। সে যাতে ভাল একটা খেলা উপহার দিতে পারে এবং শিরোপা জিততে পারে এটাই আমাদের কাম্য।

সমর্থক অনামিকা ফকির বলেন, আর্জেটিনার খেলা আমার পছন্দ। এই দলের ক্রীড়া নৈপুন্য দেখার মতো। আর যে দলের মেসির মতো খেলোয়াড় আছে তাদের তো বিশ্বকাপটা প্রাপ্য। আশা করি এবার আর্জেন্টিনাই কাপ জিতবে।

অপর এক সমর্থক জান্নাতুল কবীর বলেছেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা একটা ব্যালেন্স টিম। আর মেসির হাত ধরে একটা বিশ্বকাপ দরকার। আশা করবো এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জয়লাভ করবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ৪টায় আর্জেন্টিনা প্রথম খেলায় মুখোমুখি হবে সৌদি আরবের। জেলা শহরের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থকরা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর  ২২, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।