ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
পানছড়িতে অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক এক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ কসমেটিকস মালামাল উদ্ধার ও আসামিকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২২ নবেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে কসমেটিকস মালামাল উদ্ধার ও আসামিকে সিএনজি সহ আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য সিএনজি সহ প্রায় ৬ লক্ষ ২৭ হাজার টাকা।

আটককৃত আসামি জসিম উদ্দিন খাগড়াছড়ি জেলার মোল্লাপাড়া গ্রামের মো: কোরবান আলীর ছেলে। সিএনজি যোগে অবৈধ কসমেটিকস মালামাল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান, কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।