ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
কাফরুলে স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু  স্বাধীন পরিবহনের বাস।

ঢাকা: রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা হৃদয় শেখ (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত হৃদয় গোপালগঞ্জ সদর উপজেলার মোসলেম শেখের ছেলে।

সে বাবা-মায়ের সঙ্গে মিরপুরের উত্তর কাজীপাড়া এলাকায় থাকত। সেখানে একটি স্কুলের নবম শ্রেণীতে পড়তো হৃদয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় মিরপুর আল হেলাল হাসপাতালের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় হৃদয় নামের এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।  

এসআই আরও জানান, এ ঘটনার সময় মোটরসাইকেলটি হৃদয় চালাচ্ছিল, সেটা কার তা এখনও জানা যায়নি। ওই ছাত্রের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।