ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
নলছিটিতে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ নলছিটিতে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ

ঝালকাঠি: জমি সরকারের, দখলে আছে স্থানীয় এক ব্যক্তির। সেই জমিতে পাকা ও আধাপাকা ভবন তৈরি করছেন প্রভাবশালী ওই দখলদার।

 এতে সরকারের প্রায় ৮০ শতাংশ  জমি বেদখল হতে চলেছে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাইস্কুল রোড এলাকায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে রফিকুল ইসলাম সাগর নামে এক ব্যক্তি ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত দখলদার হলেন- নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম আর তৌহিদ ও তার ভাইয়েরা।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্র, হাইস্কুল রোড এলাকায় জেএল ৪৩, নলছিটি মৌজার ১নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন ওই দখলদার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনেকবার নিষেধ করলেও তৌহিদ গং শোনেনি। এমনকি প্রতিবাদকারীদের গালাগাল ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় তারা।

সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারও জমি দখলের সঙ্গে জড়িত নয়।

এ বিষয়ে  ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, এখন পর্যন্ত অভিযোগ দেখিনি, অভিযোগ দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।