ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ম্যানহোলে পড়ে আহত হলেন জার্মান কূটনীতিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ঢাকায় ম্যানহোলে পড়ে আহত হলেন জার্মান কূটনীতিক ম্যানহোলটি

ঢাকা: রাজধানীর গুলশানের রাস্তায় ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান ডেপুটি হেড অব মিশন ইয়ান ইয়ানোস্কি।

সোমবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে নরডিক ক্লাবের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

টুইটারে আঘাত পাওয়া ছবি দিয়ে ইয়ান ইয়ানোস্কি লিখেছেন, আমি ঢাকা শহরকে পছন্দ করি। কিন্তু আমি সবসময় জানতাম যে, শেষ পর্যন্ত আমি রাতে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাবো। যদিও আমি রাস্তায় অতিরিক্ত মনোযোগ দেই।

জার্মান কূটনীতিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে তার টুইট হ্যাশট্যাগ করেন। মেয়র সেটা দেখার পর রাতেই সিটি করপোরেশন থেকে লোক পাঠিয়ে ম্যানহোল পরিদর্শন করান। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিটি করপোরেশন থেকে ম্যানহোলের ঢাকনা লাগানো হয়।

এরপর জার্মান ডেপুটি হেড অব মিশন টুইটারে সিটি মেয়রকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।