ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড়তি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
বাড়তি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়খাতা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।

জানা গেছে, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন- এমন খবর পেয়ে পুলিশ নিয়ে বড়খাতা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নাজির হোসেন। এসময় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ওই বাজারের রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা এবং বাবলা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গেই জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যামাণ আদালত।  

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভার) হুসাইন মোহাম্মদ এরশাদও অংশ নেন।

ইউএনও নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।