ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার নতুন ডিসি ইয়াসির আরেফীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
খুলনার নতুন ডিসি ইয়াসির আরেফীন ইয়াসিন আরেফীন

খুলনা: খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নীলফামারীর জেলা প্রশাসকের দায়িত্ব পালনের আগে খন্দকার ইয়াসির আরেফীন কৃষিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  

ইয়াসিন আরেফীন ২৪তম বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগ দেন।

এর আগে, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমআরএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।