ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
ঝিনাইদহে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের মাঠ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলে- রমজান হোসেন রুজিব (২০) ও মুক্তা খাতুন (১৮)। দুই মাস আগে প্রেমের সম্পর্ক করে তারা বিয়ে করেন।

স্থানীয়রা জানান, সকালে রমজান ও মুক্তার ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। দুই মাস আগে তারা বিয়ে করেন। কিন্তু মুক্তার পরিবার এ বিয়ে মেনে নেয়নি।

বৃহস্পতিবার মুক্তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। ধারণা করা হচ্ছে সে কারণেই তারা আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।