ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

অর্থবহ সংলাপের ‌তাগিদ বান কি মুনের

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
অর্থবহ সংলাপের ‌তাগিদ বান কি মুনের ছবি: বান কি মুন

নিউইয়র্ক: রাজনৈতিক সহিংসতা, জনগণের ওপর হামলা এবং সম্পদের ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়ায় আবারো জরুরিভিত্তিতে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, অপেক্ষাকৃত কম অংশগ্রহণে অসঙ্গতিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি, যার মাধ্যমে শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণে নির্র্বাচন সম্ভব হতো।

বিৃবতিতে বান কি মুন সব পক্ষকেই শান্তিপূর্ণ ও মত প্রকাশে সমবেত হওয়ার সহায়ক পরিবেশ তৈরিতে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানান।

তিনি বলেন, জাতিসংঘ সকলের অংশগ্রহণে অহিংসতা, সমঝোতা এবং সংলাপের নীতির ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র-কমনওয়েলথের হতাশা, সংলাপের তাগিদ

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ