ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরলো ‘লালন’

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ৭, ২০১৪
বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরলো ‘লালন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক : মানবতা আর শান্তির বাণী নিয়ে যুদ্ধের বিরুদ্ধে আরেকবার রুখে দাঁড়ানো বিশ্বের নেতৃত্ব দিল বাংলাদেশ । মুক্তিযুদ্ধে অর্জিত লাল সবুজ পতাকার এই  বিরল সম্মান আনলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’।



রাষ্ট্র ,জাতি,ধর্ম বর্ণের সার্বজনীন  ভাষা সঙ্গীতের ব্যঞ্জনায় উচ্চারণ করলো ‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। ’  মন্ত্রমুগ্ধ যেন বিভিন্ন দেশ ও জাতি গোষ্ঠীর প্রায় সহস্রাধিক  প্রতিনিধি । জাতিসংঘের মানচিত্রে নতুনভাবে আঁকা হলো শান্তি আর ধর্মীয় সম্প্রীতির সত্যিকার বাংলাদেশ।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশন কক্ষে আগামীর বিশ্বের ছবি আঁকতে আধ্যাত্মিক মরমী সাধক লালন ফকির শাহ’র গানে বাংলাদেশকেই তুলে ধরলো ব্যান্ড সঙ্গীতের দল ‘লালন। ’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম সাধারণ অধিবেশনের সভাপতি জন ডব্লিউ অ্যাশ’র আয়োজনে ‘সিটিং দ্য স্টেজ টু থাউজেন্ড ফিফটিন এন্ড বিয়ন্ড: গ্লোবাল অল-স্টার সামার কনসার্ট’ অনুষ্ঠানে বাংলাদেশের ‘লালন’ ব্যান্ড ছাড়াও ইউএনডিপি’র গুডইল এ্যাম্বাসেডর কিংবদন্তী সংগীত শিল্পী ডেভিড মাইকেল রাডার,মাইকেল  মন্টানা ও টিজি ও সুদানের সাবেক শিশু যোদ্ধা এমানুযেল জাল  সংগীত পরিবেশন করেন।

তাদের সংগীতে যুদ্ধের বিরুদ্ধে মানবতা আর বিশ্ব শান্তি আর ক্ষুধা -দারিদ্র্য মুক্তির আবেদন মোহিত করে তোলে সমগ্র সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ।   এক পর্যায়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, পরিষদের ৬৮তম সাধারণ অধিবেশনের সভাপতি জন ডব্লিউ অ্যাশ’ও মঞ্চে উঠে সংগীতের দ্যোতনায় হারিয়ে যান সমবেত নৃত্যে।    

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০১৫ সালের পর আগামীর বিশ্বকে কিভাবে দেখতে চায় তার ‘টেকসই উন্নয়ন পরিকল্পনা’র একটা ছবি আঁকতেই জাতিসংঘের এই প্রয়াস।

কনসার্টের  উদ্বোধনী বক্তব্যে মহাসচিব বান কি বুন বলেন, “আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই যেখানে কোথাও দারিদ্র্য থাকবে না। সারা বিশ্বে শান্তি বিরাজ করবে। আর এজন্য প্রতিটি মানুষের মধ্যে তার নিজস্ব সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। আর সেই বক্তব্যকে ছড়িয়ে দিতে জাতি ধর্ম রাষ্ট্র নির্বিশেষে সার্বজনীন ভাষা সঙ্গীতকেই অবলম্বন করেছি আমরা । ’

অনুষ্ঠানে এর আগে বক্তব্য রাখেন জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনের সভাপতি জন ডব্লিউ অ্যাশ এবং  আন্ডার সেক্রেটারি জেনারেল উ হোংগবু । স্বনামখ্যাত অভিনেত্রী সিসিহ পন্ডার, এমএসএনবিসির  উপস্থাপক টিজে হোম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জন ডব্লিউ অ্যাশ বলেন, বিশ্ব নেতৃবৃন্দকে অবশ্যই অঙ্গীকার করতে হবে নতুন এই অগ্রযাত্রায়। নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র,লিঙ্গ,সংস্কৃতি নির্বিশেষে বিশ্বের সর্বস্তরের মানুষ ইতোমধ্যেই আওয়াজ তুলেছে ‘আমার বিশ্ব নয়, আমাদের বিশ্ব। ’

বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘ সাধারণ অধিবেশনে মিলিত হয়ে বিশ্বের উন্নয়ন আর  শান্তি প্রতিষ্ঠায় কর্মপন্থা নির্ধারণ ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন।   জাতিসংঘ সদর দফতরের সেই  মিলনায়তনটিতে সঙ্গীত পরিবেশন করার বিরল সম্মান অর্জন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘লালন’ ।
 
লালন ব্যান্ডের পারফর্ম দিয়ে অনুষ্ঠান শুরু হয় কনসার্ট। ব্যান্ডের প্রধান কন্ঠ শিল্পী সুমি পরপর তিনটি গান পরিবেশন করেন। শুরুতেই সুমি বাংলাদেশের মাটি-মানুষ ও কৃষ্টি-সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরেন।    বাংলাদেশের সাঁইজি লালন ফকির সম্পর্কেও উপস্থিত দর্শক-শ্রোতাদের ধারণা দেন সুমি।

জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনের সভাপতি জন ডব্লিউ অ্যাশ বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে ‘গ্লোবাল অল-স্টার সামার কনসার্ট’-এর এই আয়োজন  করেন।   জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন ‘লালন’ ব্যান্ডকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ