ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

কানেকটিকাটে বাংলাদেশি ট্যাক্সিচালক খুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
কানেকটিকাটে বাংলাদেশি ট্যাক্সিচালক খুন মোহাম্মদ কামালউদ্দিন

ঢাকা: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাংলাদেশি এক ট্যাক্সিচালক।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মদ কামালউদ্দিনের (৪৭) নামের ওই বাংলাদেশিকে হত্যার পর রাস্তার ধারে তার লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।



স্ট্যামফোর্ড পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্ট্যামফোর্ডের ডোটেল রোডে নির্মাণ শ্রমিকরা প্রথমে কামালের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত কামালের দেহে ১৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কামালউদ্দিনের (৪৭) বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। স্ট্যামফোর্ডের পুলিশ ক্যাপ্টেন রিচার্ড কনক্লিন জানান, কামালউদ্দিনের পেটে ও বুকে ১৫ থেকে ১৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নিউইয়র্ক থেকে চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজমসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ডোটেল রোডে কামালের বাড়িতে ছুটে যান। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে ডোটেল রোডের বাড়িতে থাকতেন কামালউদ্দিন।

২০১২ সালের আগস্ট মাসেও একই রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন।

ওই হত্যা মামলার রায়ে গত ১৩ আগস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ