ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : বান কি মুন

মাহমুদ মেনন ও শিহাবুদ্দীন কিসলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : বান কি মুন

জাতিসংঘ সদরদফতর থেকে: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি সরকার পরিচালনায় শেখ হাসিনার নতুন নেতৃত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিই বাস্তবায়িত হচ্ছে, বলেন বান কি মুন।
 
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মহাসচিব।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে বান কি মুন আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান জাতিসংঘ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
 
তিনি বলেন, বিশ্ব শান্তির কথা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, শান্তি মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ শান্তিরক্ষীরা তাদের অবদান রেখে চলেছে, আমি আশা করি এটি অব্যাহত থাকবে।
 
জলবায়ূ পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ তার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মাত্রা কমিয়ে আনছে, এ কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের এই অগ্রগতির কথা আমি বিভিন্ন নেতাদের কাছে বলি এবং তাদের এখান থেকে শিক্ষা নিতে বলি।
 
উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল বক্তব্য রাখেন।

 বাংলাদেশ সময় ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

 

** বিশ্ব শান্তিরক্ষীদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী
** শান্তি সম্মেলনে কো-চেয়ার হাসিনা-বাইডেন-আবে-মুরেকেজি
** যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মাঝে ভিশন ২০২১’র স্বপ্ন ছড়ালেন প্রধানমন্ত্রী
** দিনভর ব্যস্ততা হাসিনার, ফোকাস কমনওয়েলথে
** চ্যাম্পিয়ন শেখ হাসিনার ডাক, ‘অস্ত্র নয় শিক্ষায় অর্থ দিন’
** গার্মেন্টস শিল্পে ১৫ মিলিয়ন ডলার দেবে বেলারুস
** চরমপন্থার ক্যান্সার প্রতিরোধে এক হতে হবে
** সিট ছাড়বেন না, মন্ত্রীদের প্রধানমন্ত্রী
** পরস্পরের বক্তব্যের প্রশংসায় হাসিনা-ওবামা
** বৈশ্বিক জলবায়ু চুক্তিতে জোর দিলেন বারাক ওবামা
** বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি, জাতিসংঘে প্রধানমন্ত্রী
** ২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে
** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ