ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

ঢাকায় প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রে চাকরি দেবে পিপল এন টেক

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
ঢাকায় প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রে চাকরি দেবে পিপল এন টেক

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত আইটি প্রশিক্ষণ স্কুল ‘পিপল এন টেক’ গত শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় তাদের নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি আইটিতে ১০ হাজার বাংলাদেশিকে প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে চাকরির সুবিধা দেবে।



‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ বাংলানিউজকে জানান, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীরা যাতে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন সেই লক্ষ্য নিয়েই ঢাকায় এই প্রতিষ্ঠানের ‍কার্যক্রম শুরু হচ্ছে।  

তিনি জানান, ফ্রি স্কলারশিপের এ উদ্যোগের প্রথম ধাপে ৫০ জন প্রার্থীকে বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে। তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ, ওরাকল ডিবিএ ও মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য প্রার্থীকে থাকতে হবে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা (এমএস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং)। আগ্রহীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এক কপি ছবিসহ scholarship@piit.us ই-মেইলে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর, ২০১৪ এবং কোর্স শুরুর তারিখ ৬ ডিসেম্বর, ২০১৪।

আবু বকর হানিপ বলেন, ‘ব্রেন ড্রেইন’ নামে এই নিন্দিত শব্দটিকে ‘ব্রেইন এগেইন’ নন্দিত শব্দে রুপান্তরিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আশা করছি, একটি সুন্দর, সুশিক্ষিত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশে-প্রবাসে প্রতিষ্ঠিত অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এগিয়ে আসবেন।

তিনি বলেন, যে সব বাংলাদেশি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক, তারা বাংলাদেশ থেকে পিপল এন টেক পরিচালিত আইটি কোর্সগুলো করে যেতে পারেন। এতে যুক্তরাষ্ট্রে খুব সহজে মর্যাদাপূর্ণ চাকরি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, যাদের কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং আইটি পেশায় তিন-চার বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাও পিপল এন টেক’র সার্বিক সহায়তায় যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন।

পিপল এন টেক ঢাকা ক্যাম্পাসে কিউটিপি, সেলেনিয়াম ও পারফরম্যান্স টেস্টিং এর পরবর্তী কোর্স শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে।

এছাড়াও, বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় ১৫১/৭ গ্রিন রোডের গুডলাক সেন্টারের সাত তলায় পিপল এন টেক’র অফিসে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ