প্যারিস (ফ্রান্স): প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর সদর দফতরে সোমবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী।
ইউনেস্কোর মিরো গ্যালারির এ প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পীদের ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
সোমবার চিত্র প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন ইউনেস্কোর নির্বাহী সম্পাদক ভ্লাদিমির রায়াবিনিন এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্সের সিনেটর জেরম দূরিয়ান।
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনেস্কো যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রফিকুন্নবী, শাহাবুদ্দীন, মনিরুজ্জামান, শাহাদাৎ হোসেইন, মুখাভিনেতা পার্থপ্রতিম মজমুদার এবং প্যারিসের কমিউনিটি নেতৃবৃন্দ।
চিত্র প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ২ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসইউ