ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

নিউইয়র্ক

জাতিসংঘের সামনে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাবেন বাঙালিরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জাতিসংঘের সামনে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাবেন বাঙালিরা

ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রবাসী বাঙালিরা।

আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দিনগত রাত ১২টা ১ মিনিট, আমেরিকার সময় ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ১ মিনিটে) এ শ্রদ্ধা জানাবেন তারা।



গত ১ ফেব্রুয়ারি মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ‘র উদ্যোগে সেখানে আন্তর্জাতিক ভাষা দিবসের ভাস্কর্য স্থাপনের মাধ্যমে মাসব্যাপী একুশে ফেব্রুয়ারি উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এদিকে, জাতিসংঘের সামনে একুশে উদযাপনের ২৫ বছর পূর্তি হতে চলেছে এবার। ১৯৯২ সালে এ উদযাপন কর্মসূচি শুরু হয়।

এবারের অনুষ্ঠানে ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র ও প্রেসিডেন্ট ওবামার দক্ষিণ এশীয় বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ, নিউইয়র্ক মেয়র অফিসের ইমিগ্রেশন  অ্যাফেয়ার্সের কমিশনার ড. নিশা আগরওয়াল, জাতিসংঘের দূত শেরিল কাজান, কমিউনিটি বোর্ড ৬ এর চেয়ারম্যান রিক এগার্ড, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান প্রমুখ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

অন্যদিকে, অনুষ্ঠান চলাকালে দুপুর ১টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর পাশ করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজ্যুলেশন দ্বিতীয়বারের মত হস্তান্তর করবেন মেয়রের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের পক্ষে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন রেজ্যুলেশটি গ্রহণ করবেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেকটিকাট, বোস্টন, ফিলাডেলফিয়া থেকে বাঙালিরা যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এতে উদীচী শিল্পী গোষ্ঠী ছাড়াও বিভিন্ন গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

২১ ফেব্রুয়ারির পর ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত হবে একুশের গ্রন্থমেলা। ওই মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ