ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে কারিনার সঙ্গে প্রতিমন্ত্রী চুমকির বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
নিউইয়র্কে কারিনার সঙ্গে প্রতিমন্ত্রী চুমকির বৈঠক

ঢাকা: কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সোমবার (১২ মার্চ) বিকেলে জাতিসংঘে ৬০তম সিএসডব্লিউ অধিবেশন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ও কানাডা।

বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী চুমকি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, বাল্য বিয়ে রোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপ ও লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অর্জনগুলো তুলে ধরেন।

উল্লেখ্য প্রতিমন্ত্রী ৬০তম সিএসডব্লিউ অধিবেশনে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে বক্তব্য রাখেন- ইউনিসেফের ডিরেক্টর টেড চাইবান ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জলি নুর হক।

এদিকে অনুষ্ঠানে ‘ইনিশিয়েটিভ টু অ্যান্ড চাইল্ড মেরিজ ইন বাংলাদেশ’ বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সব পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেন কানাডিয় মন্ত্রী ও ইউনিসেফের প্রতিনিধি।

প্রতিমন্ত্রী আগামী ২৩ মার্চ জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিএসডব্লিউ অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষে বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ