ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ঘর বলতে বাংলাদেশকেই বোঝেন কবি শহীদ কাদরী (ভিডিও)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ঘর বলতে বাংলাদেশকেই বোঝেন কবি শহীদ কাদরী (ভিডিও)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে নর্থশোর ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা চলছে বাংলার শ্রেষ্ঠ কবিদের একজন কবি শহীদ কাদরীর। একুশে পদকপ্রাপ্ত ও বাংলা ভাষার অন্যতম প্রধান এই কবি নানাবিধ জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হলেও এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

চিকিৎসকরা তার রোগগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। নিউইয়র্ক প্রবাসী অপর বাংলাদেশি সংবাদকর্মী আকবর হায়দার কিরন হাসপাতালে কথা বলেছেন শহীদ কাদরীর সঙ্গে।

আকবর হায়দারের এক প্রশ্নে শহীদ কাদরী তার ঘরে (বাংলাদেশে) ফেরার ব্যাকুলতার কথাই জানান। কিন্তু তিনি এও বলেন, ঘরে ফিরলে তিনি চিকিৎসা করানোর টাকা কোথায় পাবেন!

কবি শহীদ কাদরীর সঙ্গে ভিডিও কথোপকথন বাংলানিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো।

এর আগে গত ২১ আগস্ট (রোববার) স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

বাংলাদেশ সময় ১১২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ