ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নিউইয়র্ক

শেখ হাসিনা-কাদেরকে বাকসু’র সাবেক জিএস’র অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
শেখ হাসিনা-কাদেরকে বাকসু’র সাবেক জিএস’র অভিনন্দন

নিউইয়র্ক: আওয়ামী লীগের সভানেত্রী পদে আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাকসু’র সাবেক জিএস ও আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর।

রোববার (২৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি জানান, আওয়ামী লীগের ২০তম এই সম্মেলন সফল হয়েছে।  দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গঠন ও সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় নব নির্বাচিত নেতারা সফল হবেন। এতে আওয়ামী লীগ আরো শক্তিশালী এবং আরো গতিশীলতা লাভ করবে।

এ সময় তিনি আরও অভিনন্দন জানান- নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযূষ ভট্টাচার্য ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানকে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ