ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নিউইয়র্ক

বামনা নিউ ইয়র্ক চাপ্টারের কার্যনির্বাহী কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
বামনা নিউ ইয়র্ক চাপ্টারের কার্যনির্বাহী কমিটি

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউ ইয়র্ক চাপ্টারের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউ ইয়র্ক চাপ্টারের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের লাগরডিয়া মেরিয়ট হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের নিউইয়র্কের কনসুলেট জেনারেল মো. শামীম আহসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এম এ রশিদ। বিদায়ী সভাপতি ডা. মোহাম্মদ জে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের কনসুলেট জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশী সব চিকিৎসকদের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথবাক্য পাঠ করান প্যারি ডি সিলভা এটর্নি এ্যাট ল’।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি ডা. তৌহিদ শিবলী ও অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান (মুক্তা)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডা. নাফিসুর রহমান, ডা. তাজিনের পরিচালনায় বামনা, নিউ ইয়র্কের প্রখ্যাত সংগীত শিল্পী, নৃত্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

প্রায় শতাধিক চিকিৎসকদের অংশগ্রহণে মুখরিত সফল এই অনুষ্ঠান মাতিয়ে রাখেন ক্লোজ আপ-ওয়ান খ্যাত সঙ্গীত শিল্পী লিজা।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহ এন আলম, কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মোস্তাফা আল আমিন, সাংগঠনিক সম্পাদক ডা. নাফিসুর রহমান, ইয়ং ফিজিশিয়ান সম্পাদক ডা. আবদুল কাশেম, দফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সজল আশফাক, খেলাধুলা, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পাদক ডা. শাহনাজ আলম।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন  ডা. মাসুদুল হাসান, ডা. হোসনে আরা মাসুব, ডা. আবদুল খালেক, ডা. মোহাম্মদ জে কামাল , ডা. সুরাইয়া জাহান, ডা. মোহাম্মদ আনোয়ার পারভেজ, ডা. দিলরুবা ইসলাম, ডা. মো. ইখতিয়ার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬

এমআই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ