ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

স্বাধীনতা দিবসে নিউইয়র্কে রক্তদান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
স্বাধীনতা দিবসে নিউইয়র্কে রক্তদান কর্মসূচি স্বাধীনতা দিবসে নিউইয়র্কে রক্তদান কর্মসূচি

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের এলমহার্স্ট হাসপাতালে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ মার্চ) এই কর্মসূচি পালন করা হয়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস ইনেকর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস ইনেকর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও কংগ্রেস উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান, কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস ইনেকর উপদেষ্টা ড. মহসিন আলী, ড. প্রদীপ রঞ্জন কর, মাসুদূল হাসান, লেখক-কলামিস্ট বেলাল বেগ, কংগ্রেসের পরিচালক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, রুমানা আক্তার, সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সর্দার, জাহাঙ্গীর এইচ মিয়া, গিয়াস উদ্দিন বিশ্বাস, দুরুদ মিয়া রনেল, রফিকুল ইসলাম, রহিমুজ্জামান সুমন, পঙ্কজ দেবনাথ, শাকিল আহমেদ, সফিউল আলম, কবিতা সেন, উপস্থায়ী প্রতিনিধি তারেক আহমেদ, ডেপুটি কনসাল জেনারেল শাহেদ আহমেদ, ভাইস কনসাল আসিফ আহমেদসহ কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস’র আরও ৪০/৫০ জন কর্মকর্তা।

রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, কংগ্রেসের সেক্রেটারি জেনারেল মনজুর চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজী আজিজুল হক খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ।

কর্মসূচিতে মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ