স্থানীয় সময় শনিবার (২১ মে) এক বিবৃতিতে প্রেসক্লাব নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানান।
নেতারা বলেন, অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ তার সৃষ্টির মাঝে অমর হয়ে থাকবেন।
ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক অপরাজের বাংলা, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক টেরাকোটা রিলিফ, বাংলাদেশ টেলিভিশনের আবহমান বাংলা ৪৪৭ বর্গফুট ম্যুরালসহ অসাধারণ কাজের জন্য খালিদ খ্যাতি অর্জন করেন।
বাংলাদেশ সময় শনিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও নোঙর টিভির সিইও জাহেদ শরীফ মরহুম আব্দুল্লাহ খালিদের জামাতা।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএইচ