ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপন্যাস

শাহবাগে চলছে গ্রীষ্মের বই উৎসব

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
শাহবাগে চলছে গ্রীষ্মের বই উৎসব বই উৎসব উদ্বোধন

শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে চলছে ‘গ্রীষ্মের বই উৎসব’। ২৯ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়— টানা ১৭ দিনের এ উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।



গত ১২ জুন বৃহস্পতিবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান ৭ প্রকাশনীর সম্মিলিত এই বই উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে অংশ নেয়া প্রকাশনীগুলো হচ্ছে— ‘অনন্যা’, ‘অনুপম’, ‘অ্যাডর্ন’, ‘কাকলী’, ‘নিমফিয়া’, ‘প্রথমা’ ও ‘সময়’। উৎসব চলাকালীন সর্বোচ্চ ৫০% মূল্যছাড়ে এসব প্রকাশনীর বই কিনতে পারা যাবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

উপন্যাস এর সর্বশেষ