ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

২ মাসের ‘বেবি বিয়ার’

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
২ মাসের ‘বেবি বিয়ার’

আদর করে শিশুটিকে এখন সবাই ডাকে বেবি বিয়ার। ওর মাথায় যে ঝাঁকড়া চুল! তাই এই ডাক।

বয়স মোটে আট সপ্তাহ। এই বয়সে মাথায় এত চুল হয় না। দু’মাসের বয়সের এ শিশুর চুল সামলাতে এরই মধ্যে তার মাকে ব্যবহার করতে হচ্ছে হেয়ারড্রায়ার।

তিন সন্তানের এই মা বলেন, দোকান-পাট, রাস্তায়-পার্কে যেখানেই যাই সবাই অবাক হয়ে তাকায়। আর তাদের কৌতূহল মেটাতে হয়। ‘এতোটুকু বেবির এতো চুল’!

ওকে এখন দেখতে ছোট্ট ভালুক ছানার মতোই মনে হয়, তাই বেবি বিয়ারই ডাকি, বলেন ব্রিটিশ এই মা।

বললেন, যখন জন্ম হলো তখনই দেখি মাথায় ঘন চুল। সবাই বললো এগুলো বাড়বে না, পড়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো একটি চুলও পড়েনি। বিছানার কোথাওতো একটি চুলও পড়ে থাকতে দেখি না। বরং ধীরে ধীরে তা বাড়ছেই।

যেই বেবিটিকে দেখে, ওর চুলে একটু হাত বোলায়। আগে সপ্তাহের বাজার করতে মোটে ৪০ মিনিট লাগতো এখন তাতে লেগে যাচ্ছে ২ ঘণ্টা করে।

সবাই থমকে যায় আর বলে—আরে দেখো বাচ্চাটার চুলগুলো!’ পাশের জন বলবে, আরে তাইতো ওরতো দেখি মাথাভর্তি ঝাঁকড়া চুল!
চিকিৎসকরা বলছেন, তারা এমন চুল আর দেখেননি। যেই দেখছেন সেই বিস্মিত হচ্ছেন।

মা চেলসি নিজেও একসময়ের হেয়ারড্রেসার। সারাক্ষণ ছেলের চুল পরিপাটি করে রাখছেন। আর এখনি ওগুলো কেটে ফেলার কোনো ইচ্ছাও তার নেই।
না...না আমি কাটার কথা ভাবছিই না... দেখবো ওগুলো কতটা বাড়তে পারে!

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএমকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।