ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

প্রহরীর নাচে ইন্টারনেট মাত! (ভিডিও)

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
প্রহরীর নাচে ইন্টারনেট মাত! (ভিডিও)

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের যুগে অখ্যাত থেকে রাতারাতি বিখ্যাত বনে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। সেটাই ঘটেছে রাশিয়ার এক নিরাপত্তা-প্রহরীর বেলায়।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের যুগে অখ্যাত থেকে রাতারাতি বিখ্যাত বনে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। সেটাই ঘটেছে রাশিয়ার এক নিরাপত্তা-প্রহরীর বেলায়।

রাশিয়ার দূরপ্রাচ্যের একটি শহরে মহাদেশীয় আইস হকি টুর্নামেন্ট চলার সময় ডিউটিতে নিয়োজিত ছিল ওই তরুণ নিরাপত্তা প্রহরী।

খাবারোভ্‌স্ক ও নভোসিবিরস্ক শহরের দু’টি ক্লাবের মধ্যে প্রতিযোগিতার বিরতির সময়ও সে গম্ভীর মুখে দায়িত্ব পালন করে যাচ্ছিল। কিন্তু দর্শকদের বিনোদনের জন্য মাইকে যেই না মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘Billie Jean’ গানটি বাজানো শুরু হলো, তখুনি তরুণ প্রহরীর চেহারা থেকে গাম্ভীর্যের মুখোশটি খসে পড়লো।

সবাইকে অবাক করে দিয়ে গানের তালে তালে সে শুরু করে দিল তুমুল নাচ। যেন মর্ত্যে নেমে এসেছেন পপগুরু স্বয়ং মাইকেল জ্যাকসন। একজন সাধারণ নিরাপত্তা প্রহরীর মধ্যেও যে এমন নাচের প্রতিভা লুকিয়ে থাকতে পারে, সেটা তারা বুঝলেন ওর পাগলকরা, মনোহরণ নাচ দেখে।

এদিকে খেলা শুরু হওয়ার পরও খেলা ছেড়ে তখনও ওর নাচের দিকেই ছিল সবার চোখ—‘The guard’s lively dancing made the public forget about the game’

ওর নাচের ভিডিওটা ইউটিউবে আপ হওয়ার পর সে রাতারাতি বনে গেছে নায়ক।

রাশিয়ার sputniknews.com—এর প্রতিবেদনের শিরোনাম সেকথাই বলছে: ‘Russian Security Guard Dancing to

MJ Becomes Overnight Internet Star’

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

জেএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।