ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

৪৪ বছর পর পার্কিং টিকিটের মূল্য পরিশোধ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
৪৪ বছর পর পার্কিং টিকিটের মূল্য পরিশোধ! ডেভের লেখা চিঠি

১৯৭৪ সালে গাড়ি পার্কিংয়ের টিকিট কেটেছিলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। সেই টিকিটের মূল্য পরিশোধ করেননি তিনি। এরপর একে একে কেটে গেছে ৪৪ বছর। অবশেষে সেই ব্যক্তি টিকিটের দাম পরিশোধ করে চিঠি লিখেছেন। 

বিস্ময়কর ব্যাপার হলো, টিকিটটির দাম ছিল মাত্র ২ ডলার। ওই ব্যক্তি জরিমানাসহ ৫ ডলার বিলও পরিশোধ করেছেন।

 

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিনারসভিলেতে।  

মিনারসভিলের পুলিশ ওই ব্যক্তির চিঠিটি হাতে পেয়েছেন। চিঠির সঙ্গে তিনি টিকিট ও টিকিটের জরিমানাসহ মূল্যও পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে ওই ব্যক্তি নিজেকে ডেভ হিসেবে পরিচয় দিয়েছেন।  
৪৪ বছর আগের সেই টিকিট
চিঠিতে তিনি বলেছেন, প্রিয় পিডি (পুলিশ ডিপার্টমেন্ট) আমি এই টিকিটটি ৪০ বছরেরও বেশি সময় ধরে বয়ে বেড়াচ্ছি। সব সময় টিকিটটির দামও পরিশোধ করতে চেয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি আমার পরিচয় দেবো না। শ্রদ্ধা জানবেন-ডেভ।  

চিঠির খামে ডেভের ঠিকানা লেখা ছিল, ‘অপরাধবোধ করছি, ওয়েওয়ার্ড রোড, অ্যানিটাউন, সিএ’!
ডেভের লেখা চিঠির খাম
পুলিশ প্রধান মাইকেল কম্বস বিস্ময় প্রকাশ করে বলেছেন, এক ব্যক্তি এতোদিন ধরে এ টিকিটটি নিজের কাছে রেখেছেন, ৪৪ বছর পর দামও পরিশোধ করেছেন। সত্যিই বিস্ময়কর।  

তিনি মজা করে বলে, তিনি তার জরিমানাও পরিশোধ করেছেন। ৪৪ বছরে মাত্র ৩ ডলার! 

পুলিশ প্রধান বলেন, আমি ডেভের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চাই।   

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।