ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

ক্যামেরা যখন সিংহের খেলনা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ক্যামেরা যখন সিংহের খেলনা! ক্যামেরা যখন সিংহের খেলনা

আফ্রিকার দক্ষিণাংশের দেশ বতসোয়ানা। দেশটির ‘মাসাতু গেম রিসার্ভ’ এ ওয়াইল্ড ফটোগ্রাফির জন্য যান ফটোগ্রাফার বারবারা জেনসেন। দেখাও মেলে সিংহের। ছবি তুলতে ঝটপট ক্যামেরাও বের করেন এ ফটোগ্রাফার। কিন্তু তাতেই ঘটে যায় মজার এক ঘটনা।  

ক্যামেরা বের করতেই ট্রাইপড থেকে মাটিতে পড়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা সিংহও মুখে তুলে নেয় ক্যামেরাটি।

যেন ক্যামেরাই তার খেলনা (চিউ টয়)।

জেনসেন বলেন, ট্রাইপড থেকে ক্যামেরা পরে যাওয়ার পর ক্যামেরাটি মুখে তুলে নেয় সিংহ। সে এমনভাবে ক্যামেরাটি মুখে নেয় যেন ক্যামেরাটিই তার খেলনা।  

তিনি আরও বলেন, আমিও দারুণ এ মুহূর্তটি ধারণ করতে ভুল করিনি। সঙ্গে থাকা আর একটি ক্যামেরা বের করে বিশেষ মুহূর্তের ছবিগুলো তুলে ফেলি।  

‘আমার ভাগ্য বেশ ভালো বলাই যায়। কারণ পরে আমার দামি ক্যামেরাটি উদ্ধার করা গেছে। যদিও ক্যামেরার লেন্সের কয়েক জায়গায় দাতের ছাপ রয়ে গেছে। আমি ক্যামেরাটিকে স্মৃতি হিসেবেই রাখতে চাই।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।