গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে বেরিয়ে আসে বিশালাকৃতির পাইথন। এরপর তিনি ভয় পেয়ে বন্ধ করে দেন ইঞ্জিনের ঢাকনা।
উইসকনসিনের অমরো পুলিশ বিভাগ এ ঘটনা নিয়ে ছবিসহ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। অমরো পুলিশের পোস্ট আর ছবি দ্রুত ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অমরো পুলিশের ফেসবুক পেজে দেওয়া পোস্টে অনেকে কমেন্টও করেছেন। একজন লিখেছেন, কি কাণ্ড! আমি আর কখনোই আবার ইঞ্জিনের ঢাকনা খুলবো না।
স্থানীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলছে, স্টিভ কিলার নামে এক সাপ উদ্ধারকারী পাইথনটি উদ্ধারে পুলিশকে সহায়তা করেন। পাইথনটি লম্বায় চার ফুটের বেশি। অমরো বিষাক্ত প্রাণী পোষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায়, পাইথনটি তার মালিককে ফেরত দেয়নি কর্তৃপক্ষ।
তবে গাড়ির ইঞ্জিন ঢাকনায় সাপ খুঁজে পাওয়ার কাহিনী এটাই প্রথম নয়। এর আগে ভার্জিনিয়াতে এক নারীর গাড়ির ইঞ্জিনে সাপ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/এএ