হাসপাতালটি থেকে নিরবচ্ছিন্ন ফোন কল আসতে শুরু করে। কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো সাড়া শব্দ কিছুই পাওয়া যায় না।
এরপর কর্তব্যরত এক সামুদ্রিক প্রাণী চিকিৎসক দুপুরে খাবার খেয়ে সেখানে তদন্তে নামেন। তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেন একটি টিকটিকি টেলিফোনের ওপরে বসে আছে। টাচ স্ক্রিনের ওপর বসে থাকায় চাপ পড়ে বারবার কল যাচ্ছে সেখান থেকে।
হাসপাতালের চিকিৎসক ডা. ক্লেইরি সিমিয়ন বলেন, আমি খুব বিচলিত হয়েছিলাম। কেননা বারবার একটি কল আসছিল। কিন্তু কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। আমি ভেবেছি খুব জরুরি কিছু ঘটেছে।
তিনি বলেন, ১৫ মিনিটে প্রায় নয়বার কল আসে। এরপর আমি হাসপাতালে ফিরে যাই। গিয়ে খুঁজে দেখি একটি টিকটিকি টেলিফোনের ওপর বসে আছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএইচ/এএ