আমাজনে নারকেলের একটি খোল বিক্রি হচ্ছে দুই হাজার ৯৪৮ টাকায়। যদিও ৫০ শতাংশ ছাড় দিয়ে ভ্যাট যোগ করে বর্তমান দাম ধরা হয়েছে ১৫২০ টাকা।
একটি নারকেল ২৫টাকা দিয়ে কিনলে, সেটা থেকে মজার পানি তারপর মিষ্টি শাঁস বের করা হয়। তখন যে দু’টি খোল বের হয়, সেগুলো আবর্জনায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের। তাছাড়া কোনো কাজেও আসে না এসব। আর সেখানে কী-না অনলাইনে একটি খোলই বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়, অবাক কাণ্ড!
মার্কিন বিখ্যাত ই-কমার্স কোম্পানি আমাজনের ওয়েবসাইটে এই পণ্যটির বর্ণনায় লেখা আছে, ‘প্রাকৃতিক নারকেল শেল কাপ’। একটি কাপের দাম ৫০ শতাংশ ছাড় দিয়ে আরএস. ১২৮৯ (রুপি)। আমাজনে খোলের এমন দাম দেখে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা চলছে এ নিয়ে। অনেকেই বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না। তবে কেউ কেউ এতো দাম দেখে পণ্যটি নিয়ে ব্যবসা করার পরিকল্পনাও শুরু করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রিপোর্ট করেছে।
পণ্যটি অনেকে কিনেছেন বলেও জানা গেছে। এছাড়া কিনে এটা বড্ড কাজে এসেছে বলে টুইটারে মন্তব্যও করেছেন ক্রেতারা! একজন ক্রেতা উল্লেখ করেছেন, এর দাম আরও বেশি হওয়া উচিত!
টুইটারে তিনি বলেছেন, ‘প্রাকৃতিক নারকেলের খোল’ এটি বিভিন্ন উদ্দেশে ব্যবহৃত হয়। শোরুমে এর দাম প্রায় তিন হাজার টাকা। আমার বন্ধু কম দামে ১৩০০ টাকায় কিনেছে..! অসাধারণ আমাজন!
এছাড়া আমাজনের নিজস্ব ওয়েবসাইটেও নারকেলের খোল মিশ্র রিভিউ পেয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
টিএ/